কবি মাহবুব আলম লিমনের জন্মদিন
প্রেস বিজ্ঞপ্তি || নিউজ নারায়ণগঞ্জ ০৭:৪৭ পিএম, ১০ জানুয়ারি ২০২১ রবিবার

মুক্ত সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা সভাপতি সাহিত্যিক, ছড়াকার ও কমার্শিয়াল ফটোগ্রাফার এবং ইতালী প্রবাসী কবি মাহবুব আলম লিমনের শুভ জন্মদিন।
১৯৭৪ সালের ১১ জানুয়ারী পশ্চিম দেওভোগ বাংলা বাজার মন্ডল বাড়ি কাশিপুর ইউনিয়ন এ জন্মগ্রহন করেন তিনি। তার পৈত্রিক নিবাস নারায়ণগঞ্জ জেলায়। ১৯৯৫ সালে দেওভোগ হাজী উজির আলী স্কুল থেকে এসএসসি পাশ করেন মাহবুব আলম লিমন।
কবি মাহবুব আলম লিমন দৈনিক খবরের পাতা, ফেয়ার নিউজ, সচেতন, দৈনিক ডান্ডিবার্তা, দৈনিক দেশের আলো, ফিউচার পাতায় নারায়ণগঞ্জ সকল দৈনিক ১৯৯৭ হতে ২০০৮ সাল পর্যন্ত সুনামের সঙ্গে লেখালেখি করেন। তারপর ঢাকার পত্রিকা দৈনিক সোনালী বার্তা, প্রভাত, ইনকিলাব, বাংলার বানী, নয়া দিগন্ত, যুগান্তর, বাংলা বাজার পত্রিকায় গল্প, কবিতা, ছড়া, প্রবন্ধ, লেখালেখি করেন। তবে তিনি একাধারে প্রেমের কবি, মানবতার কবি এবং স্বাধীনতার কবিও শিশুদের জন্যও ছড়া লিখেছে। তার সমগ্র কাব্য জীবনের মূল সুর মূলতঃ স্বদেশ প্রেম।