বক্তাবলী ইউপি চেয়ারম্যান শওকত আলীর জন্মদিন পালন
সিটি করেসপন্ডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ১১:০৫ পিএম, ১৮ মার্চ ২০২১ বৃহস্পতিবার

আনন্দ উৎসবের মধ্য দিয়ে এবং কেক কেটে ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলীর ৭১ তম জন্মদিন পালন করেন। পরিবারের সদস্য ও স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ ইউনিয়ন পরিষদের সদস্যদের উপস্থিতিতে শওকত আলীর জন্মদিন পালন করা হয়।
বৃহস্পতিবার (১৮ মার্চ) রাতে বক্তাবলী খেয়াঘাট সংলগ্ন শওকত আলীর ব্যবসা প্রতিষ্ঠানে স্থানীয় যুবলীগের আয়োজনে শওকত আলীর জন্মদিন পালন করা হয়।
এদিকে শওকত আলীর জন্মদিন পালনে রাতে মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে জন্মদিনের অনুষ্ঠানের যাত্রা শুরু করেন। পরে একে একে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও ব্যবসায়ী এবং পেশাজীবীর লোকজন শওকত আলী চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তাহার পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে হাজির হন। পরে পরিবারের সদস্য ও আওয়ামীলীগের নেতৃবৃন্দদের নিয়ে কেক কেটে জন্মদিনন পালন করেন।
বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলীর জন্মদিনে তাকে উৎসর্গ করতে আতসবাজি সহ নানা ধরনের আয়োজন করা হয়।