মা পৃথিবীর সবশ্রেষ্ঠ সম্পদ : তৈমূর
স্টাফ করেসপনডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ১০:২২ পিএম, ১০ মে ২০২১ সোমবার

রোববার বিশ্ব মা দিবস। প্রতি বছরের মে মাসের দ্বিতীয় রোববার মা দিবস হিসেবে পালন হয়ে থাকে। যদিও মাকে ভালোবাসা-শ্রদ্ধা জানানোর কোনো দিনক্ষণ ঠিক করে হয় না। তারপরেও এ দিনটিকে কেন্দ্র করে পৃৃথিবীর সকল সন্তানেরই মায়ের প্রতি আলাদা অনুভূূতি কাজ করে থাকে।
এক বিবৃতিতে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, মা হলো পৃথিবীর সবশ্রেষ্ঠ সম্পদ। মানুষ যেমনিভাবে পার্থিব সম্পদের প্রতি যতœবান হয় তেমনিভাবে মার প্রতি আরও অধিক মাত্রায় যত্মবান হওয়া উচিত। মা যেন সুখে শান্তিতে জীবন যাপন করতে পারে সেজন্য প্রত্যেক সন্তানের উচিত মায়ের প্রতি যত্নশীল হওয়া।
তিনি আরও বলেন, আমি আমার মায়ের প্রতি সম্মান প্রদর্শন করে শহরের মাসদাইর এলাকায় দুইটি স্কুল করেছি। মাকে পায়ে ধরে সালাম না করে ঘর থেকে বের হতাম না। এতে আমি অনেক উপকার পেয়েছি। আধ্মাতিকভাবে উপকার পেয়েছি। যারা মায়ের প্রতি যত্মবান হয় না ভরণ পোষণ দেয় না তারা পশুর চেয়েও নিকৃষ্ট। আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন।