ঘুরে ফিরে বাজেট ধনী ও মালিকপক্ষ
অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল || সভাপতি, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ০৮:৪৬ পিএম, ৩ জুন ২০২১ বৃহস্পতিবার

অর্থমন্ত্রী ঘোষিত ২০২১-২২ সালে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার জাতীয় বাজেটে পূর্র্বের ন্যয় সকল বরাদ্দই ধনী ও মালিক শ্রেণির জন্য। শ্রমিকখাতে এবারও কোনো বরাদ্দ রাখা হয়নি।
করোনাকালে সামাজিক নিরাপত্তা খাতে ১ লক্ষ কোটি টাকায় সরকারি কর্মকর্তাদের অবসর ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, বীরমুক্তিযোদ্ধাদের ভাতা ইত্যাদি থাকলেও ১২ কোটি শ্রমজীবী মানুষের রক্ষার জন্য এ বাজেটে কোন দিকনির্দেশনা নেই। করোনার ধাক্কায় গত ১ বছরে ২ কোটি ৪৮ লাখ মানুষ দারিদ্র্য সীমার নীচে নেমে গেছে। করোনার পূর্বে সাড়ে তিন কোটি লোক দারিদ্র্য সীমার নীচে ছিল অর্থাৎ সব মিলিয়ে ছয় কোটি মানুষ দারিদ্র্য সীমার নীচে নেমে গেছে। এই দরিদ্র্য শ্রেণীরাই হলো শ্রমিক কর্মচারী।
করোনাকালের এ বাজেট সরকার ও রাষ্ট্রের দৃষ্টিভঙ্গীকে আরো বেশি উন্মোচন করে দিয়েছে। উৎপাদন ও জাতীয় আয়ের ক্ষেত্রে যে শ্রমিক প্রধান শক্তি, সেই শ্রমিক শক্তিকে বাদ দিয়ে কোনো পূর্ণাঙ্গ বাজেট হতে পারে না। সেহেতু এ বাজেট অসম্পূর্ণ, যা ব্যাপক শ্রমজীবী গোষ্ঠিকে বঞ্চিত করেছে। শ্রমিক পরিবারের সুরক্ষার জন্য রেশনিং খাতে বরাদ্দের প্রয়োজন থাকলেও বাজেটে এ বিষয়ে কোন বরাদ্দ রাখা হয়নি। যার কারণে শ্রমিক পরিবার অভুক্ত ও অনাহারি হয়ে পড়বে।