ছোটকালে মা বাবা জন্মদিনে সারপ্রাইজ দিতেন

সিটি করেসপন্ডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৯:৪৮ পিএম, ২৬ জুন ২০২১ শনিবার

ছোটকালে মা বাবা জন্মদিনে সারপ্রাইজ দিতেন

জীবনের ৩৪ বছর পেরিয়ে ২৬ জুন ছিল নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজনের ৩৫ তম জন্মদিন। তবে এবারের জন্মদিন কেটেছে একটু ভিন্নভাবে। করোনার এই মহাদুর্যোগকালে জন্মদিনটি কেটেছে মহান সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চেয়ে এবং সকলের জন্য দোয়া চেয়ে।

জন্মদিনের নিয়ে সুজন বলেন, ‘দেশে করোনার কারণে যে অবস্থার সৃষ্টি হয়েছে সে অবস্থা থেকে পরিত্রাণের জন্য এখনই উচিৎ সেটি হচ্ছে সৃষ্টিকর্তা আল্লাহর কাছে বেশি বেশি মাফ চাওয়া। নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি সকলের জন্য দোয়া করেছি।’

ছোট বেলায় বাবা মায়ের সঙ্গে পালিত জন্মদিনগুলো মনে করে তিনি বলেন, ‘আমার বাবা একজন চাকরিজীবী। ছোটবেলায় আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তিনি রাতে কেক নিয়ে আসতেন। রাতের বেলায় ঘুম থেকে তুলে বলতেন যে কেট কাটো। আমি বলতাম কেন? তিনি মনে করিয়ে দিয়ে বলতেন যে আমার জন্মদিন। আমার জন্মদিনের কথা মনে থাকতো না। আমার বাবা-মা সারপ্রাইজ দিয়ে মনে করিয়ে দিতো।’

এই করোনা পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে এই ছাত্র নেতা বলেন, ‘করোনার কারণে এখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আপনারা এখন বাবা-মায়ের কাজে সহযোগিতা করবেন। যতটা পারবেন বাসায় থেকে মানুষকে সহযোগিতা করার চেষ্টা করবেন। এই করোনার মধ্যে বেশি বেশি বই পড়বেন। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়ার চেষ্টা করবেন। সেটা থেকে অনেক কিছু শিখতে পারবেন। সেই শিক্ষা নিয়ে সোনার মানুষ হয়ে সোনার বাংলাদেশ গড়ায় নিজেকে আত্মনিয়োগ করবেন।’


বিভাগ : আমার আমি


নিউজ নারায়ণগঞ্জ এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আরো খবর
এই বিভাগের আরও