ছাত্রনেতা অনাবিল নির্ঝরের জন্মদিন

প্রেস বিজ্ঞপ্তি || নিউজ নারায়ণগঞ্জ ১০:৫০ পিএম, ৫ জুলাই ২০২১ সোমবার

ছাত্রনেতা অনাবিল নির্ঝরের জন্মদিন

৬ জুলাই নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও `ভাষা সৈনিক নাগিনা জোহা সমাজ কল্যাণ পরিষদ` সামাজিক সংগঠনের ভাইস-চেয়ারম্যান ছাত্রনেতা অনাবিল দাশ নির্ঝরের ২২তম শুভ জন্মবার্ষিকী।

প্রতিবছর এদিনে অনাবিল নির্ঝর ব্যক্তিগতভাবে আনন্দ-উল্লাসে অর্থ ব্যয় না করে বৃক্ষরোপণ ও অসহায় শিশু-কিশোরদের ভোজনের ব্যবস্থা সহ জনকল্যাণে নানারকমের উদ্যোগ গ্রহণ করে থাকেন। এবছরও তিনি এভাবেই জন্মদিন উদযাপন করবেন বলে জানা যায়। তবে অনাবিল নির্ঝর ছাড়াও তরুণ সমাজের অনেকেই এদিনে নারায়ণগঞ্জ তথা বন্দরের বিভিন্ন এলাকায় অনাবিল নির্ঝরকে ভালবেসে বিভিন্ন জনকল্যাণমুখী উদ্যোগ গ্রহণ করে থাকে।

তরুণ ও যুব সমাজের অহংকার অয়ন ওসমানের প্রবল অনুগত এই মানবিক ছাত্রনেতা অনাবিল নির্ঝর রাজনীতির শুরু থেকে এখন পর্যন্ত আদর্শ, নিষ্ঠা ও অত্যন্ত পরিশ্রমের সাথে সকল দলীয় কার্যক্রম পালনের পাশাপাশি দেশ, সমাজ ও জনগনের কল্যাণে প্রতিনিয়ত অসংখ্য মানবিক কাজের দৃষ্টান্ত রেখে চলেছেন। এছাড়াও সবসময় নিজের সাধ্যমতো অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ান তিনি। ফলে তরুণ ও ছাত্র সমাজে তার ব্যাপক জনপ্রিয়তা সৃষ্টি হয়েছে।

জানা যায়, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ তার এই স্নেহধন্য শিষ্য অনাবিল নির্ঝরকে আদর্শিক শিক্ষা প্রদানের মাধ্যমে একজন দক্ষ ও জনদরদী ছাত্রনেতা হিসেবে আগামীর জন্য গড়ে তুলছেন।


বিভাগ : আমার আমি


নিউজ নারায়ণগঞ্জ এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আরো খবর
এই বিভাগের আরও