‘টিপু ভাই বিএনপির জন্য আশীর্বাদ’
সিটি করেসপন্ডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ১২:০৮ পিএম, ৮ জুলাই ২০২১ বৃহস্পতিবার

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপুর জন্মদিন ছিল ৭ জুলাই বুধবার। তার এই জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর ও মহানগর মহিলা দলের যুগ্ম আহবায়ক আয়েশা আক্তার দিনা।
আয়েশা আক্তার দিনা তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টসে আবু আল ইউসুফ খান টিপুর রাজনৈতিক কর্মকান্ডের দীর্ঘ বর্ণনা দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন।
ওই স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, ‘নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এর তুখোড় ছাত্র নেতা নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক পিতৃতুল্য বড় ভাই আবু আল ইউসুফ খান টিপু ভাইয়ের আজ (বুধবার) শুভ জন্মদিন। টিপু ভাইয়ের হাত ধরে নারায়ণগঞ্জের অনেকেই আজ ফেমাস নেতা বা নেত্রী হয়েছে। সবসময় সাধারণ জীবন যাপন করা নির্লোভ একজন মানুষ টিপু ভাই।’
তিনি উল্লেখ করেন, ‘টাকার লোভ থাকলে ইচ্ছে করলেই আজ গাড়ী বাড়ী সহ মোটা অংকের ব্যাংক ব্যালেন্স করতে পারতেন কিন্তু দলের স্বার্থে সবসময়ই টিপু ভাইকে দেখেছি নিঃস্বার্থভাবে নিরলস ভাবে কাজ করে গেছেন। টিপু ভাইয়ের সাথে রাজনীতি করার সুযোগ পেয়েছি আমি ওয়ান ইলেভেনের সময়। যখন নারায়ণগঞ্জ এর সাবেক এমপি মন্ত্রীরা সব জেলে তখন নারায়ণগঞ্জ এর সাবেক এমপি শ্রদ্ধেয় মরহুম বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজ ভাইকে নিয়ে, আতাউর রহমান শামসু (মরহুম), আনোয়ার হোসেন খান, মরহুম জান্নাতুল ফেরদৌস ভাইকে নিয়ে টিপু ভাই পুরা নারায়ণগঞ্জ বিএনপিকে তখন চাঙ্গা করে রেখেছিলেন। আমাদের সবাইকে সাহস দিতেন ভরসা দিতেন। সংসার, স্ত্রী এবং তার যে দুইটা কন্যা সন্তান আছে সেই খেয়াল তার মনে হয় তখন ছিলোই না।’
দিনা বলেন, ‘আমার টিপু ভাই এর সাথে তখন প্রথম রাজনৈতিক পথচলা। আমার নেতা গিয়াস ভাই নিজেই তখন জেলে। প্রথম প্রথম টিপু ভাইয়ের ব্যবহারে বিরক্ত হতাম। কারণ সারাক্ষণ আমাকে সহ আরো জুনিয়র যারা আছে সবাইকেই ধমকা ধমকি করতো। টিপু ভাইয়ের শাসন দেখলে মনে হতো রাজনীতি করছিনা মনে হত স্কুলে টিচার এর সামনে আছি। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম টিপু ভাই এর এই শাসন আমাদেরকে রাজনীতিতে অবস্থান আরো পোক্ত করে দিচ্ছে। ঘর থেকে বের হওয়া হতে শুরু করে সময় মত ঘরে গার্ডিয়ানদের কাছে আমাদের পৌছে দিয়ে সব শেষে নিজে বাসায় ফিরতেন। টিপু ভাই এর বাসায় যাওয়ার পর একদিন ভাবী ভাতিজিদের মুখে শুনি মিটিং মিছিল শেষ করে আমরা বাসায় ফিরে সবাই যখন বিশ্রাম নেওয়ার কথা ভাবি তখন টিপু ভাই তার পরের দিন কি কার্যক্রম করবে তার ফাইল তৈরি করতো। রাতে নাকি এই ফাইল মাথার পাশে রেখেই ঘুমাতো। টিপু ভাইয়ের মত এমন নিঃস্বার্থ বিএনপি পাগল নেতা আমি আর কাউকে দেখিনাই।’
তিনি বলেন, ‘আমি ওয়ার্ডের রাজনীতি করতাম। আমাকে তেমন কেও চিনতোও না। একমাত্র নারায়ণগঞ্জ ৪ আসনের তৎকালীন সাংসদ গিয়াস ভাই ছাড়া আমার আর কোন রাজনৈতিক অবস্থান ছিলোনা। কিন্তু পরবর্তীতে মহিলাদলের কেন্দ্রীয় কমিটিতে চান্স পাওয়া হতে শুরু করে নারায়ণগঞ্জ এর রাজনীতিতে আজকে আমার যতটুকু পরিচিত তার পরিবেশ পুরাটাই টিপু ভাই তৈরি করে দিয়েছিলেন। আমি, মায়া আপা, কাজি রুবায়েত হাসান সায়েম ভাই, রাজিব ভাই সহ আরো অনেককেই টিপু ভাই রাজনীতিতে নিঃস্বার্থ ভাবে এগিয়ে নিয়ে গেছে। সত্য বলতে কাউকে ছাড় দেননা তিনি এজন্যই হয়তো অনেকের চোখের কাটা আমার ভাই। অনেক সময় প্রতিপক্ষরা টিপু ভাইকে ঘায়েল করতে টিপু ভাই এর বিরুদ্ধে পত্রিকায় নানান হিউমার ছড়ান যেমন টিপু ভাই নাকি বিএনপি ছেড়ে বিএনএফ এ যোগ দিচ্ছেন আবার ইদানিং নিউজ দেখলাম টিপু ভাই নাকি বিদিশা আপার সাথে জাতীয় পার্টি তে যোগ দিচ্ছেন এসব নিউজ দেখলে হাসি পায়। বিদিশা আপার সাথে নারায়নগঞ্জ বিএনপির অনেকেরই সুসম্পর্ক রয়েছে এসব ছবিও কিন্তু আমাদের কাছে আছে সুতরাং সাধু সাবধান।’
এই নারী নেত্রী বলেন, ‘আমি দৃঢ় চিত্তে বলবো টিপু ভাই নারায়ণগঞ্জ বিএনপির জন্য একটি আশীর্বাদ। টিপু ভাই এর মত আরো কয়েক জন এমন নিঃস্বার্থ বিএনপি পাগল নারায়ণগঞ্জে বা কেন্দ্রে থাকলে এতদিনে বিএনপি ক্ষমতায় থাকতো। আজকে টিপু ভাই এর জন্মদিনে আল্লাহ পাক এর দরবারে খাস করে দোয়া করি আল্লাহপাক আমার পিতৃতুল্য এই বড় ভাইটিকে নেক হায়াত দান করুক। তার মনের সকল নেক আশাগুলি পুরন করুক। আল্লাহ পাক টিপু ভাইকে স্ত্রী ও কন্যাদের নিয়ে সুখে থাকার তৌফিক দান করুক। দলের দুঃসময় চলছে এই সময় টিপু ভাইকে নিয়ে কেউ নোংরা রাজনীতি না করে টিপু ভাইকে নিয়ে নারায়ণগঞ্জ বিএনপিকে দালাল মুক্ত করুন আরো শক্তিশালী করে তুলোন। শুভ জন্মদিন টিপু ভাই।’