সোনারগাঁয়ে ফেনসিডিলসহ গ্রেপ্তার
সোনারগাঁ করেসপন্ডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৮:১৬ পিএম, ৭ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সাদিপুর জামপুর ইউনিয়নের মধ্যবর্তী এলাকা নয়াপুর রিয়া সিনেমা হলের সামনে থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি আটক করেছে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ।
৭ জানুয়ারী বৃহস্পতিবার ভোরে ওই অভিযানে আটককৃতরা হলেন কুমিল্লার সদর দক্ষিণ থানার রাজেশপুর এলাকার খোরশেদ আলমের ছেলে কালাম (২৪), একই এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে শিপন (২৫) ও চৌদ্দগ্রাম উপজেলার কুমার ডোজা এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে জুয়েল (২২)।
তালতলা পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ আহসান উল্লাহ জানান, ঢাকা বাইপাস এশিয়ান হাইওয়ে সড়কে অভিযান চালিয়ে একটি সিএনজিকে গতিরোধ করে তল্লাশি চালিয়ে ৩০ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যাবসায়ীদের আটক করে। আটককৃতরা দেশের বিভিন্ন এলাকা থেকে ফেনসিডিলের চালান নিয়ে বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের নিকট শিকার করে।