সেক্রেটারী হতে চান জসিম
সিটি করেসপন্ডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৯:৫৩ পিএম, ১২ জানুয়ারি ২০২১ মঙ্গলবার

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অ্যাডভোকেট মোঃ জসিম উদ্দিন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ১২ জানুয়ারী মঙ্গলবার দুপুরে আইনজীবী সমিতির অফিস কক্ষ থেকে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ বিষয়ে অ্যাডভোকেট মোঃ জসিম উদ্দিন জানান, এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করার ইচ্ছা পোষণ করেছি। আমি আইনজীবীদের কল্যাণে কাজ করতে চাই। সে লক্ষ্যে নারায়ণগঞ্জের সকল আইনজীবীদের দোয়া চাই।
প্রসঙ্গত অ্যাডভোকেট মোঃ জসিম উদ্দিন এর আগে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য পদে দায়িত্ব পালন করেছিলেন। এরপর কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন এবং সবশেষ গত বছরের নির্বাচনে সিনিয়র সহ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আর নির্বাচনে অংশগ্রহণ করা হয়ে উঠেনি।