সাজাপ্রাপ্ত সোলেমান গ্রেফতার
সিটি করেসপন্ডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৯:০৩ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার

মাদক মামলার ৩ বছর সাজাপ্রাপ্ত সোলেমানকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ।
২৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে বুধবার রাতে শহরের গলাচিপা এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সোলেমান কালীরবাজার ফ্রেন্ডস সুপার মার্কেটের আফছার উদ্দিনের ছেলে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার কর্মকর্তা অলিউল্লাহ জানান, সম্প্রতি একটি মাদক মামলায় সোলেমানের ৩ বছরের সাজা প্রদান করেন নারায়ণগঞ্জ একটি আদালত। সাজা হওয়ার পর থেকে সোলেমান স্থান পরিবর্তন করে আত্মগোপনে চলে যায়। গত বুধবার রাতে তাকে শহরের গলাচিপা এলাকা একটি গ্যারেজ থেকে গ্রেফতার করা হয়েছে।