ফেসবুকে সাম্প্রদায়িক উস্কানি যুবক গ্রেপ্তার

রূপগঞ্জ করেসপনডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৯:১৯ পিএম, ১৮ অক্টোবর ২০২১ সোমবার

ফেসবুকে সাম্প্রদায়িক উস্কানি যুবক গ্রেপ্তার

দেশের সাম্প্রতিক ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উস্কানিমূলক পোস্ট করার অভিযোগে মোহাম্মদ উল্লাহ নাঈম (২১) নামে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকা থেকে নাঈমকে গ্রেপ্তারের পর সোমবার ১৮ অক্টোবর রাতে পুলিশ বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তার মোহাম্মদ উল্লাহ নাঈম কিশোরগঞ্জ জাওয়ার এলাকার মো. মুসা হাসানের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদ পারভেজ চৌধুরী বলেন, ‘নাঈম ফেসবুকে মিথ্যা তথ্য দিয়ে সাম্প্রদায়িক উস্কানি দেয়। বিষয়টি জেলা গোয়েন্দা পুলিশের নজরে আসলে তথ্য প্রযুক্তির সহায়তায় সনাক্ত করে রোববার রাতে রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকা থেকে নাঈমকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপরাধ স্বীকার করে।’


বিভাগ : আইন আদালত


নিউজ নারায়ণগঞ্জ এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আরো খবর
এই বিভাগের আরও