পাইকপাড়া ও সুমিলপাড়ায় গ্রেপ্তার ৫

সিটি করেসপন্ডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ১০:০৮ পিএম, ১৯ অক্টোবর ২০২১ মঙ্গলবার

পাইকপাড়া ও সুমিলপাড়ায় গ্রেপ্তার ৫

নারায়ণগঞ্জে পৃথক ৪টি অভিযানে মাদকসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি টিম ১৮ অক্টোবর বিকেলে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সুমিলপাড়া এলাকায় মাদক বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ৫৫০ গ্রাম গাঁজাসহ মোঃ বাদশা (২৮) এবং ১৪৫ গ্রাম গাঁজা ও ৩.৩৮ গ্রাম হেরোইনসহ মোঃ কালু (২৭) নামক ২ জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামী মোঃ বাদশা নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সুমিলপাড়া বিহারী ক্যাম্প এলাকার মৃত আব্দুল রহমানের ছেলে এবং অপর আসামী মোঃ কালু একই এলাকার মোঃ ভুট্ট এর ছেলে।

একই তারিখ সন্ধ্যায় র‌্যাব-১১ এর অপর একটি টিম নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানাধীন পাইকপাড়া এলাকায় পৃথক আরও ১টি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২.০৮ গ্রাম হেরোইন ও মাদক ক্রয় বিক্রয়ের নগদ ১৯ হাজার টাকাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো মোঃ আয়াতুল্লাহ (৫০) এবং মোঃ রাকিব উদ্দিন (৩২)। গ্রেফতারকৃত আসামী মোঃ আয়াতুল্লাহ নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানাধীন পাইকপাড়া এলাকার মৃত আলফাজ উদ্দিন বেপারীর ছেলে এবং অপর আসামী মোঃ রাকিব উদ্দিন একই এলাকার আশাবুদ্দিন দেওয়ান এর ছেলে। ১৮ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে র‌্যাব-১১ এর অপর একটি টিম নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন চিটাগাং হতে ঢাকাগামী মহাসড়কের অলিম্পিক ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ইকবালকে (৩৩) গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ফেন্সিডিল- ৯৮ বোতল, মোবাইল-১টি এবং সীমকার্ড-২টি উদ্ধার করা হয়।

১৯ অক্টোবর বিকেলে র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার লে: কমান্ডার মাহমুদুল হাসান পৃথক ২টি প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা ও হেরোইন সংগ্রহ করে সিদ্ধিরগঞ্জ, বন্দর, নারায়ণগঞ্জ সদর মডেল থানা ও এর আশেপাশের এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ, বন্দর ও নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।


বিভাগ : আইন আদালত


নিউজ নারায়ণগঞ্জ এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আরো খবর
এই বিভাগের আরও