উত্তরা ব্যাংক নারায়ণগঞ্জ অঞ্চলের শাখা ব্যবস্থাপক সম্মেলন
সিটি করেসপন্ডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৭:১৫ পিএম, ২৮ আগস্ট ২০২১ শনিবার

উত্তরা ব্যাংক লিমিটেড নারায়ণগঞ্জ অঞ্চলের ২০২১ সালের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ আগস্ট) ব্যাংকের নিজস্ব ভবনে অবস্থিত সম্মেলন কক্ষে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
আঞ্চলিক প্রধান জনাব মো. মাহবুবার রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব মোহাম্মদ রবিউল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মাকসুদুল হাসান, মো. আবুল হাশেম এবং মো.আশরাফ-উজ-জামান। সম্মেলনে নারায়ণগঞ্জ শাখা অঞ্চলের শাখা সমূহের ব্যবসার সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা হয়।