আইভীর শেষ বাজেট ৬৮৮ কোটি টাকা
সিটি করেসপন্ডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ১০:২২ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০২১-২২ অর্থবছরের জন্য ৬৮৮ কোটি টাকার রাজস্ব ও উন্নয়ন বাজেট প্রস্তাব করা হয়েছে। রোববার ১৩ সেপ্টেম্বর সকাল ১১টায় আলী আহাম্মদ চুনকা মিলনায়তনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ওই বাজেট ঘোষণা করবেন। এটা বর্তমান পরিষদের শেষ বাজেট। কারণ আগামী ডিসেম্বরে নির্বাচন হওয়ার কথা রয়েছে।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ‘সিটি করপোরেশনের ২৮তম সভায় ২০২১-২২ অর্থবছরের জন্য ৬৮৮ কোটি ২৩ লাখ ১৭ হাজার ৩৫৬ টাকার রাজস্ব ও উন্নয়ন বাজেট প্রস্তাব করা হয়। এ প্রস্তাবে মেয়র আইভী সহ কাউন্সিলররা সম্মতি দেয়।’
সিটি করপোরেশনের এক কর্মকর্তা জানান, ‘করোনা পরিস্থিতির জন্য সিটি করপোরেশনের এ বাজেট প্রস্তাবে সময় লেগেছে।’
প্রসঙ্গত সিটি করপোরেশনের ২০২০-২১ অর্থ বছরের জন্য ৭৫৫ কোটি ৭৩ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়। এবারের বাজেট গত অর্থবছরের চেয়ে প্রায় ৬৭ কোটি ৪৯ লাখ ৮২ হাজার ৬৪৪ টাকা কম।