ফকির আসাদুজ্জামান নামাজের দাফন সম্পন্ন

সিটি করেসপন্ডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৯:২৮ পিএম, ৯ অক্টোবর ২০২১ শনিবার

ফকির আসাদুজ্জামান নামাজের দাফন সম্পন্ন

দেশের স্বনামধন্য তৈরি পোশাক শল্পের শীর্ষ প্রতিষ্ঠান ফকির গ্রুপের পরিচালক ফকির আসাদুজ্জামান (৫০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি..রাজিউন। দীর্ঘদিন নানা রোগে ভুগছিলেন। ৯ অক্টোবর ভোরে রাজধানী ঢাকার এভারকেয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুমের প্রথম নামাজের জানাজা শনিবার সকাল সাড়ে দশটায় নারায়ণগঞ্জের কায়েমপুরের ফকির নিটওয়্যার, বাদ জোহর আড়াইহাজারের পাচঁরুখী দারুল হাদিস সালাফিয়াহ জামে মসজিদ ও মাদ্রাসার মাঠে, তৃতীয় জানাজা বাদ আসর নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগা ময়দানে অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশ নেন এফবিসিসিআই, বিকেএমইএ, বিজিএমই প্রতিনিধি, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলও স্থানীয় গণ্যমান্য হাজার হাজার ব্যক্তিরা। পরে জানাজা শেষে মাসদাইর কেন্দ্রীয় সিটি কর্পোরেশনের কবরস্থানে মায়ের কবরস্থানের পাশে দাফন করা হয়।


বিভাগ : অর্থনীতি


নিউজ নারায়ণগঞ্জ এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আরো খবর
এই বিভাগের আরও