অটো রিকশা ছিনতাইয়ে চালক হত্যা, ক্লুলেস মামলায় গ্রেপ্তার ২

সিটি করেসপন্ডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ১১:২৪ পিএম, ১১ অক্টোবর ২০২১ সোমবার

অটো রিকশা ছিনতাইয়ে চালক হত্যা, ক্লুলেস মামলায় গ্রেপ্তার ২

অটোরিকশা ছিনতাই করার জন্য চালকের গলায় গামছা পেঁচিয়ে হত্যা করেছে ছিনতাইকারীরা। নারায়ণগঞ্জের রূপগঞ্জের ক্লুলেস এ হত্যাকান্ডের প্রধান আসামিসহ দুজনকে গ্রেফতার করেছেন র‌্যাব-১১ সদস্যরা।

১০ অক্টোবর সোমবার দুপুর সাড়ে ১২টায় সিদ্ধিরগঞ্জের আদমজীতে র‌্যাব ১১-এর সদর দপ্তরে অধিনায়ক লে. কর্নেল তানভীর পাশা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ১০ অক্টোবর গাজীপুরের কালীগঞ্জ ও রূপগঞ্জের ব্রাক্ষণখালী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন প্রধান আসামি মো. আশিক মিয়া (১৯), রূপগঞ্জের দরিগুতিয়াবো এলাকার মনির হোসেনের ছেলে এবং অপর আসামি মো. রমজান মিয়া (৩৫) একই উপজেলার মালখান গ্রামের মৃত আক্তারুজ্জামানের ছেলে।

সংবাদ সম্মেলনে লে. কর্ণেল তানভীর পাশা জানান, গত ৮ অক্টোবর রূপগঞ্জ থানাধীন পূর্বাচল নতুন শহরের ৭নং সেক্টরের ২১৯ নং রোড়ে ১৪২/এ বাড়ির উত্তর পাশে ফাঁকা রাস্তায় অজ্ঞাত ব্যক্তির গলাকাটা লাশ পাওয়া যায়। এ ঘটনার খবর পাওয়ার পর একই দিনে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মো. দুখাই মিয়া নামক এক ব্যক্তির গলাকাটা ও রক্তাক্ত লাশটি দেখে তার ছেলে হৃদয় মিয়া বলে শনাক্ত করেন। পরে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে নিহতের বাবা মো. দুখাই মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, হত্যাকারী আশিক জনৈক মাদক ব্যবসায়ী মো. সবুজ (৪৪) নিয়মিত মাদক ক্রয় ও সেবন করত। একপর্যায়ে মাদক সেবনসহ অন্যান্য কাজে আশিকের অর্থের প্রয়োজন হলে সে সবুজের কাছে টাকা ধার চায়। তখন সবুজ ইজিবাইকচালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই করার বুদ্ধি দেয় এবং বলে যে পেছন থেকে গলায় গামছা পেঁচিয়ে অথবা গলায় ছুরি চালিয়ে হত্যা করলে চালক কোনোভাবেই প্রতিহত করতে পারবে না।

এছাড়া সবুজ আশিককে রমজানের সঙ্গে পরিচয় করিয়ে দেয় এবং বলে যে ছিনতাইকৃত ইজিবাইক রমজানের কাছে নিয়ে দিলে সে বিক্রি করে টাকার ব্যবস্থা করে দেবে। আশিক ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে ৭ অক্টোবর রূপগঞ্জ থানার ডাঙ্গাবাজার থেকে ২০ টাকা দিয়ে একটি ছুরি ক্রয় করে। পরে পরিকল্পনা অনুযায়ী একই বাজার থেকে একই দিন আনুমানিক বিকাল ৪টায় হৃদয় মিয়ার ইজিবাইক ভাড়া করে। এর পর আশিক কৌশলে হৃদয় মিয়ার ইজিবাইক নিয়ে আনুমানিক সন্ধ্যা ৭টায় রূপগঞ্জ থানার পূর্বাচল এলাকায় যায় এবং পেছন থেকে আশিক তার সঙ্গে থাকা গামছা দিয়ে ইজিবাইক চালকের গলায় পেঁচিয়ে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করে।

ধস্তাধস্তির একপর্যায়ে আশিক হত্যার উদ্দেশ্যে তার সঙ্গে থাকা ছুরি দিয়ে হৃদয় মিয়ার গলায় আঘাত করে এবং গলা কেটে হত্যা নিশ্চিত করে। এর পর আশিক ভিকটিমের ইজিবাইক চালিয়ে মাদক ব্যবসায়ী মো. সবুজের নির্দেশনা অনুযায়ী বিক্রয়ের উদ্দেশ্যে গাজীপুরের কালীগঞ্জ থানার পাগুরা এলাকায় যায় এবং সেখানে সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য রমজানের কাছে ইজিবাইকটি রেখে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকারী আশিক আরও জানায়, মো. সবুজ ও রমজান মিয়া আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের সক্রিয় সদস্য।

তানভীর পাশা আরও জানান, এই হত্যাকা-ের প্ররোচনাকারী ও চোর চক্রের সক্রিয় সদস্য সবুজ গ্রেফতার এড়ানোর জন্য আত্মগোপন করেছে।


বিভাগ : অর্থনীতি


নিউজ নারায়ণগঞ্জ এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আরো খবর
এই বিভাগের আরও