স্কুল ছাত্রী অপহরণ মামলা
বন্দর করেসপনডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৬:৫৮ পিএম, ১ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার

বন্দরে স্কুল ছাত্রী স্মৃতি (১৬) অপহরণ ঘটনার ২৮ দিন অতিবাহিত হওয়ার পর অবশেষে থানায় মামলা দায়ের হয়েছে। ১ এপ্রিল বৃহস্পতিবার সকালে স্কুল ছাত্রী মা হেলেনা বেগম বাদী হয়ে অপহরণকারি রাকিবসহ ৪ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলার বাদিনী সূত্রে জানা গেছে, বন্দর থানার মদনগঞ্জ ইসলামপুর এলাকার বশির মিয়ার মেয়ে স্মৃতি আক্তার সরকারি হাজী ইব্রাহিম মডেল স্কুল অ্যান্ড কলেজে ১০ম শ্রেনীতে লেখাপড়া করে আসছে। এ সুবাধে চাঁদপুর জেলার উত্তর মতলব থানার নন্দলালপুর এলাকার মৃত করিম মিয়ার ছেলে ১নং বিবাদী রাকিব দীর্ঘদিন ধরে কুপ্রস্তাবসহ উত্ত্যক্ত করে আসছে। ৩ মার্চ বিকেল সাড়ে ৪টায় স্কুল ছাত্রী স্মৃতি প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হয়। ওই সময় উৎপেতে থাকা অপহরণকারী রাকিব ও তার ভাই মোশারাফ বোন শেফালী বেগম ও তাদের মা সুরিয়া বেগম স্কুল ছাত্রী স্মৃতিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে অপহরণ করে।