ফতুল্লায় মাদরাসা ছাত্র নিখোঁজ
ফতুল্লা করেসপনডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ১১:১৮ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২১ সোমবার

ফতুল্লা থেকে আব্দুস সবুর আহম্মদ সাদিক নামের ১২ বছরের এক মাদরাসা ছাত্র নিখোঁজ হয়েছে। গত ১০ সেপ্টেম্বর থেকে সোমবার বিকেল পর্যন্ত তার কোনও খোঁজ মেলেনি। সে পঞ্চবটি এলাকার জমিরিয়া মাদ্রাসার হেফজখানার ছাত্র। এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় গত রোববার সাধারণ ডায়েরি করা হয়েছে।
জিডিতে উল্লেখ করেছেন, তার ছেলে গত শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে মাদরাসায় যাওয়ার সময় পঞ্চবটি মোড় থেকে নিখোঁজ হয়। পরবর্তীতে আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খুঁজেও তার কোনও সন্ধান পাওয়া যায় নাই।
নিখোঁজকালে তার পরনে ছিলো সাদা জুব্বা। সবুরের কোনও সন্ধান পাওয়া গেলে ফতুল্লা মডেল থানা পুলিশকে জানানোর জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।