তরুনরা দিন দিন অবক্ষয়ের দিকে চলে যাচ্ছে : এসপি জায়েদুল

সিটি করেসপন্ডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৯:২১ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২১ বুধবার

তরুনরা দিন দিন অবক্ষয়ের দিকে চলে যাচ্ছে : এসপি জায়েদুল

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেন, একজন শিক্ষকই পারে একজন ছাত্রকে আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তুলতে। তিনি বলেন, আমাদের সমাজে তরুন সমাজ দিন দিন অবক্ষয়ের দিকে চলে যাচ্ছে। মা-বাবা কর্মের প্রয়োজনে সব সময় তার সন্তানের প্রতি যত্নবান হতে পারেনা। যে কারনে অনেক কিশোর কিংবা তরুনরা বিপথে চলে গিয়ে কেউ মাদকাসক্ত কিংবা কিশোর গ্যংয়ের সাথে জড়িয়ে পড়ছে। এজন্য একমাত্র শিক্ষকরাই পারে তাদের সঠিক পথে নিয়ে আসতে। তিনি বলেন, দিনের প্রায় বারো ঘন্টা একজন ছাত্র শিক্ষকের সাথে কোন না কোন ভাবে জড়িয়ে থাকেন। তাই এদের ব্যাপারে শিক্ষকদের অগ্রনি ভূমিকা নিতে হবে।

এসপি আরো বলেন, দীর্ঘ ১৮ মাসের করোনা কালীন সময়ে সকল পিতা মাতাই তার সন্তানকে নিয়ে শংকিত ছিল। অনিশ্চয়তার মধ্যে সরকার ভবিষৎ প্রজন্মের কথা চিন্তা করেই স্কুল খুলে দিয়েছে। এ শিশু কিশোররা যাতে কোন ভাবেই শারিরীক ও মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত না হয় সে জন্য আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। তিনি বুধবার ১৫ সেপ্টেম্বর দুপুরে নারায়নগঞ্জ হাই স্কুল এন্ড কলেজে পরিদর্শন করতে এসে শিক্ষকদের সাথে মত বিনিময়ের সময় এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সুভাস চন্দ্র সাহা, নাজমুল আলম, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামান, নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদ সদস্য আবদুস সালাম, ওয়াহেদ সাদাত বাবু, সরকার আলম এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুল ইসলাম। পরে এসপি জায়েদুল আলম বিভিন্ন কক্ষ, পাঠাগার এবং কম্পিউটার রুম পরিদর্শন করেন।


বিভাগ : শিক্ষাঙ্গন


নিউজ নারায়ণগঞ্জ এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আরো খবর
এই বিভাগের আরও