মালিবাগ কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ে জরুরী সভা

বন্দর করেসপনডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৮:৩৮ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার

মালিবাগ কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ে জরুরী সভা

বন্দরের মালিবাগ কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুরে বিদ্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। শির্ক্ষাথীদের নানা বিষয়ে উৎসাহসহ অবকাঠামো উন্নয়নের স্বার্থে সভাটি অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি প্রফেসার শওকত আকবর এটিএমর সভাপতিত্ব সভায় প্রধান অতিথি ছিলেন মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদ হোসেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোতালিব, ম্যানেজিং কমিটির সদস্য মনজুর হোসেন, বিল্লাল হোসেন (জনি), শিক্ষক প্রতিনিধি বাছেদ খন্দকার, ডা. রেজাউল করিম, লোকমান হোসেন, ইকবাল হোসেন, হাজী জহিরুল ইসলাম মুন্না, নুরজ্জামান, আজিজুল মাতবর, নাসির উদ্দিন। এ সময় শিক্ষক কে এম এনায়েত উল্লাহ, আব্দুল মজিদ, আব্দুল হান্নান মিয়া, মোঃ মিজানুর রহমান, মোঃ রইসউদ্দিন, মনিরুজ্জামান, আব্দুল সাফায়েত উপস্থিত ছিলেন।


বিভাগ : শিক্ষাঙ্গন


নিউজ নারায়ণগঞ্জ এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আরো খবর
এই বিভাগের আরও