এসএসসি পরিক্ষার্থী তৌহিদ জখম

বন্দর করেসপনডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৭:৩৯ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২১ শনিবার

এসএসসি পরিক্ষার্থী তৌহিদ জখম

বন্দরে কিশোর অপরাধীদের সন্ত্রাসী হামলায় এসএসসি পরিক্ষার্থী তৌহিদুল ইসলাম শিমুল (১৭) রক্তাক্ত জখম হওয়ার খবর পাওয়া গেছে। ওই সময় হামলাকারিরা এসএসসি পরিক্ষার্থীর কাছ থেকে ১টি মোবাইল সেট ও নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

১৮ সেপ্টেম্বর শনিবার বেলা সাড়ে ১১টায় বন্দর উপজেলাস্থ সরকারি হাজী ইব্রাহিম আলম চাঁন মডেল স্কুল এন্ড কলেজের গেইটের সামনে এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। ওই সময় উল্লেখিত স্কুলের শিক্ষক পংকজ দ্রুত ঘটনাস্থলে এসে হামলাকারিদের কবল থেকে উক্ত স্কুল ছাত্রকে জখম অবস্থায় উদ্ধার করে। পরে স্থানীয়রা আহত পরীক্ষার্থীকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনালের হাসপাতালে প্রেরণ করেছে।

এ ব্যাপারে আহত পরিক্ষার্তী নানা আবুল কাশেম মিয়া বাদী হয়ে ঘটনারওই দিন দুপুরে হামলাকারি কিশোর অপরাধী মেহেদী, আলভী ও সনমকে আসামী করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগের বাদী আবুল কাশেম জানিয়েছে, পূর্ব শত্রুতার জের ধরে আমার নাতি এসএসসি পরিক্ষার্থী তৌহিদুল ইসলাম শিমুলকে বেদম ভাবে পিটিয়েছে মদনগঞ্জ কাঠপট্রি এলাকার মজিবর মিয়ার সন্ত্রাসী ছেলে মেহেদী ও ফরাজিকান্দা এলাকার আলভী ও সোনাকান্দা এলাকার সনমসহ অজ্ঞাত নামা ১০/১৫ জন হামলাকারি।


বিভাগ : শিক্ষাঙ্গন


নিউজ নারায়ণগঞ্জ এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আরো খবর
এই বিভাগের আরও