স্কুল ছাত্রী নিখোঁজ
ফতুল্লা করেসপনডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৯:২১ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২১ বুধবার

ফতুল্লার ঋষিপাড়া থেকে ১০ম শ্রেনীর ছাত্রী স্মৃতি রাণী (১৫) নিখোঁজ হয়েছে। ১০ সেপ্টেম্বর ফতুল্লার ঋষিপাড়া তার নিজ বাসা থেকে মায়ের সাথে অভিমান করে কাউকে কিছু না বলে বের হয়ে যায়। তারপর অনেক খোজাঁখুজির পরও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে এ বিষয়ে ওইদিন ফতুল্লা মডেল থানায় তার বাবা অনিল চন্দ্র দাস বাদী হয়ে একটি জিডি দায়ের করেন।
স্মৃতি রাণী ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী। বান্ধবীদের সাথে পিকনিকে যেতে চায়। পিকনিকে যেতে না দেওয়ায় মায়ের সাথে অভিমান করে বাসা থেকে বের হয়ে যায়। ১০ দিন পার হলেও তাকে খুঁজে পাওয়া যায়নি।
ফতুল্লা মডেল থানা উপ-পরিদর্শক সোহাগ সাহা বলেন, আমরা আপ্রাণ চেষ্টা করছি। কিন্তু মেয়ের পরিবার থেকে কোনরকম সূত্র কিংবা মেয়ের সাথে কোন মোবাইল ফোন না থাকায় এখনও খুঁজে পাওয়া যায়নি। তবে আমাদের অভিযান অব্যহত রয়েছে। যদি তাকে কোথাও খুঁজে পাওয়া যায় তাহলে তার বাবার নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো। অনিল চন্দ্র দাস- ০১৯১৪৫৩৬৮৪৬।