এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি
সিটি করেসপন্ডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ১০:০২ পিএম, ৭ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার

নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে ৭ অক্টোবর নারায়ণগঞ্জ প্রিপারেটরী স্কুলে এপিএ কার্যক্রমের আওতায় ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ অনুষ্ঠান বাস্তবায়ন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামীম বেপারীর সভাপতিত্বে মুক্তিযুদ্ধের গল্প বলেন, ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা সংসদ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট নুরুল হুদা, বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুল হক ও বীর মুক্তিযোদ্ধা মোঃ মহিউদ্দিন মহি। চলচ্চিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হয়।