মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা

বন্দর করেসপনডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৯:৪১ পিএম, ১০ অক্টোবর ২০২১ রবিবার

মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা

বন্দরে বাবলী (১৬) নামে মাদ্রাসা ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ১০ অক্টোবর রোববার বেলা ১১টায় বন্দর থানার নবীগঞ্জ কবিলারমোড় এলাকায় এ আত্মহত্যার ঘটনাটি ঘটে।

নিহত মাদ্রাসা ছাত্রী ভাবলী একই এলাকার সহিদ মিয়ার মেয়ে বলে জানা গেছে। এলাকাবাসীর মাধ্যমে আত্মহত্যার ঘটনার সংবাদ পেয়ে বন্দর ফাঁড়ির উপ-পরিদর্শক শহিদুলসহ সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

এ ব্যাপারে আত্মহননকারী মাদ্রাসা ছাত্রীর পিতা শহিদ মিয়া বাদী হয়ে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে।

পরিবার সূত্রে জানা গেছে, রোববার বেলা ১০টায় মাদ্রাসা ছাত্রীর মা করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে ওই সময় তার মেয়ে বাসা ফাঁকা পেয়ে অজ্ঞাত কারণে ঘরের আড়ার সাথে কাপড় বেধে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

বন্দর থানার ওনি দীপক চন্দ্র সাহা গনমাধ্যমকে জানান, আত্মহত্যার ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আত্মহত্যার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। তবে আমরা আত্মহত্যার কারন জানার চেষ্টা করছি।


বিভাগ : শিক্ষাঙ্গন


নিউজ নারায়ণগঞ্জ এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আরো খবর
এই বিভাগের আরও