যুবক ছেলেদের মুক্তিযুদ্ধে উৎসাহিত করাতেন হাসান আলী
স্টাফ করেসপনডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৪:০৭ পিএম, ১ মার্চ ২০২১ সোমবার

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের প্রয়াত নেতা ও মুক্তিযোদ্ধা মো. হাসান আলী প্রধানের ১১তম মৃত্যুবার্ষিকী ছিল ২৮ ফেব্রুয়ারী।
জানাগেছে, মো. হাসান আলী প্রধান বঙ্গবন্ধুর আদর্শে গড়া আওয়মীলীগের সাথে আমৃত্যু সম্পৃক্ত ছিলেন। তিনি ১৯৬৮ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত গোদনাইল ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ছিলেন। পরে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ প্রতিষ্ঠা করেন। প্রথম সাংগঠনিক কমিটির যুগ্ম আহবায়কের দায়িত্য পালন করেন ও পরে সাংগঠনিক সম্পাদক হন। এছাড়া সিদ্ধিরগঞ্জ থানা রেডক্রস সোসাইটির চেয়ারম্যান ছিলেন।
তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বিরাট ভুমিকা পালন করেন। ২নং সেক্টরের আগরতলা মেলাঘর ক্যাম্পের মূল দায়িত্বে থাকা মরহুম একেএম শামসুজ্জোহার একান্ত সহকারী ছিলেন। তিনি বাংলাদেশ থেকে একের পর এক মুক্তিযুদ্ধে যোগদান করার জন্য এলাকার যুবক ছেলেদের উৎসাহিত করে বিভিন্ন পথে ভারতে এনে মুক্তি বাহিনীতে যোগ দেওয়াতেন। তৎকালীন গণপরিষদের সদস্য আফজাল এমপি তার দিনগুলি মোর বইয়ে মুক্তিযোদ্ধা মো. হাসান আলী প্রধানের মহান মুক্তিযুদ্ধের বিশেষ ভূমিকার কথা লিখে গেছেন। এছাড়া এলাকার সামাজিক কাজে তার অনেক অবদান রয়েছে।