গুরুত্বপূর্ণ সংস্কার প্রকল্প আসছে

সোনারগাঁও করেসপন্ডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ১০:৩৫ পিএম, ৭ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার

গুরুত্বপূর্ণ সংস্কার প্রকল্প আসছে

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ঐতিহ্যবাহী পানাম নগরী পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

৭ অক্টোবর বৃহস্পতিবার সকালে ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেইজে দেওয়া পোস্টে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, রাষ্ট্রদূত মিলার বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের অনন্য দৃষ্টান্ত সোনারগাঁওয়ের প্রাচীন নগর ও পানাম নগরের ঐতিহাসিক ভবনগুলো পরিদর্শন করেছেন। গুরুত্বপূর্ণ এই স্থান সংরক্ষণে সহায়তা দিতে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে একটি গুরুত্বপূর্ণ সংস্কার প্রকল্প আসছে।’

পরিদর্শনের সময় রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন ইউএসএআইডি এর ডিরেক্টর এলেন গুজমেন, ইউএসএআইডি এর মিশন ডিরেক্টর ক্যাথরিন স্টিফেন্স ও ঢাকা যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হেলেন লাইফেইভ।

এর পর দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত।


বিভাগ : ফিচার


নিউজ নারায়ণগঞ্জ এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আরো খবর
এই বিভাগের আরও