২০০ বছরের পুরানো শীষমহল জমিদারবাড়ি মন্দিরে পূজা
সিটি করেসপন্ডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ১০:৪৫ পিএম, ৭ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার

দুইশত বছর পুরনো এই মন্দির ধ্বংস করে দেয়ার চেষ্টা করেছিল পাকিস্তানি বাহিনীরা। পরবর্তীতে স্বাধীনতার পর পুনরায় নির্মাণ করা হয় মন্দিরটি। এবং তখন থেকেই এই রাধাগোবিন্দ মন্দিরে শুরু হয় দুর্গাপূজার আয়োজন। তবে জমিদার বাড়িটির সেই পুরনো ভবন এখনো দাঁড়িয়ে আছে নিজ গৌরবে।
বৃহষ্পতিবার (৭ অক্টোবর) বিকালে পঞ্চবটী এলাকায় অবস্থিত এ মন্দিরে সরেজমিনে দেখা যায়, প্রতিমা রঙ করার কাজ চলছে। এরই সঙ্গে চলছে পোশাক বাছাইয়ের পর্ব। অন্যদিকে আলোকসজ্জা ও সাজসজ্জার কাজও চলমান রয়েছে।
করোনা মহামারি পরিস্থিতি মাথায় রেখে এবারের আয়োজন সংক্ষিপ্ত করার কথা জানিয়েছেন আয়োজকরা। তবে পূজা হবে ধর্মীয় নিয়মকানুন মেনে সুষ্ঠু ভাবেই। মাস্ক ছাড়া দর্শনার্থীরা মন্দিরে প্রবেশ করতে পারবেন না বলে জানান তারা। নিরাপত্তার বিষয়েও তারা সম্পুর্ন খেয়াল রাখছেন বলে জানান।
মন্দিরের সভাপতি দিলীপ কুমার মন্ডল বলেন, আমাদের দেশ অসাম্প্রদায়িকতার দেশ। আমাদের দেশে আমরা নিজ নিজ ধর্ম পালন করি, তবে উৎসব আমাদের সবার। সকলকে নিরাপত্তার মধ্যে থেকেই এই উৎসবটি উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাই।
আগামী বছর ৫০ তম দুর্গাপূজার আয়োজন হিসেবে বড় কিছু ভাবছেন বলেও জানান তিনি।