রূপগঞ্জে তাঁতীদের কার্ড বিতরণ
রূপগঞ্জ করেসপনডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৬:৪৬ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২১ শনিবার

তাঁতিদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে চলতি মূলধন ও তাঁতের আধুনিকায়নের, শীর্ষক প্রকল্পের আওতায় ইনোভেশন কার্যক্রমের অংশ হিসেবে নারায়ণগঞ্জের রূপগঞ্জে তাঁতিদের মাঝে কার্ড বিতরণ করা হয়। ২০ ফেব্রুয়ারী শনিবার দুপুরে উপজেলার ছোনাব এলাকার তাঁত বোর্ডে তাঁতির এ কার্ড বিতরণ করা হয়।
বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ নুসরাত জাহান, অতিরিক্ত পুলিশ সুপার মাহিন ফরাজি, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আব্দুল আজিজ, ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল হক ভূইয়াসহ আরো অনেকে। ২৬১ জন তাতিকে তাঁতি কার্ড বিতরণ করা হয়।