সকল নাগরিকের জন্য টিকার ব্যবস্থা করতে হবে : মামুন মাহমুদ (ভিডিও)
স্টাফ করেসপনডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৬:৫৩ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২১ শনিবার

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ বলেন, যেহেতু জনকল্যাণে মানুষের পাশে থেকে কাজ করি জনগণের দাবি ধাওয়া কাজ করি এবং প্রচুর জনগণের সাথে মিশতে হয় সে হিসেবে সচেতন নাগরিক হিসেবে আমি আজকে টিকা গ্রহণ করলাম। কিন্তু আজকে পত্রিকায় দেখলাম মাত্র ৬০ লক্ষ মানুষ টিকা পাবে। এটি খুবই অপ্রতুল।
করোনা ভাইরাস সুরক্ষায় ভ্যাকসিন গ্রহণ করে এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। ২০ ফেব্রুয়ারী শনিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে স্ত্রী সহ এই ভ্যাকসিন গ্রহণ করেন।
অধ্যাপক মামুন মাহমুদ বলেন, আমি মনে করি সবার জন্য এই টিকা দেয়া আবশ্যক। সরকারের কাছে আমার দাবী পুরো জাতিকে সুস্থ রাখতে হলে সবার জন্য টিকার ব্যবস্থা করতে হবে। কারণ এই টিকা বেছে বেছে কিছু লোকজনকে দেয়া হলে তাদের স্বাস্থ্য সুরক্ষা হবে না বাংলাদেশ সুরক্ষিত হবে না। তাই আমি দাবী জানাই কোনো বয়সের ভার না রেখে ১৮ কোটি মানুষের জন্য টিকার ব্যবস্থা করতে হবে।