টিকা নিলেন পারভীন আজমেরী ওসমান
স্টাফ করেসপনডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৪:৫২ পিএম, ১ মার্চ ২০২১ সোমবার

করোনা টিকা গ্রহণ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ একেএম নাসিম ওসমানের সহধর্মিণী পারভীন ওসমান, ছেলে আজমেরী ওসমান ও পুত্রবধূ সাবরিনা ওসমান জয়া। সোমবার (১ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে এসে তারা করোনা টিকা গ্রহণ করেন।
টিকা গ্রহন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃজ্ঞতা জানিয়ে পারভীন ওসমান বলেন, আজ করোনার টিকা গ্রহণ করতে পেরে ভালো লাগলো। সকলের প্রতি আমার আহ্বান, টিকা গ্রহন করুন। গুজবে কান দিবেন না। প্রধানমন্ত্রীর কারণে দেশ অনেক এগিয়ে। টিকার ক্ষেত্রেও আমরা অনেক এগিয়ে আছি। আপনারা তার জন্য দোয়া করবেন।
এসময় উপস্থিত ছিলেন, নাসিম ওসামন স্মৃতি দুস্থ ও জনকল্যান ফাউন্ডেশনের সভাপতি তরকিুল ইসলাম লিমন, খানপুর মেট্রোহল পরিবহন শ্রমিক কমিটির সভাপতি মো. মামুন খান, নাছির, মনির, সনেট প্রমুখ।