নারায়ণগঞ্জে করোনার ভ্যাকসিন গ্রহীতা পৌনে লাখ
সিটি করেসপন্ডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ১০:৪৬ পিএম, ৩ মার্চ ২০২১ বুধবার

করোনারর ভ্যাকসিন প্রদান কর্মসূচির ২৪তম দিনে নারায়ণগঞ্জে করোনার ভ্যাকসিন গ্রহনকারীর সংখ্যা পৌনে ১ লাখ ছাড়িয়েছে। ভ্যাকসিন গ্রহীতার সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ হাজার ৬৪৭ জন। ২৪ তম দিনে করোনার ভ্যাকসিন গ্রহণ করেছেন ৩১৭৯ জন।
৩ মার্চ বুধবার নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে এমন তথ্য পাওয়া গেছে। সব থেকে বেশি টিকা গ্রহণকারীর সংখ্যা নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায়। পরের অবস্থানে রয়েছে সদর উপজেলা। এরপর যথাক্রমে সোনারগাঁ, রূপগঞ্জ, বন্দর ও আড়াইহাজার উপজেলা।
সিভিল সার্জনের কার্যালয়ের দেওয়া তথ্য মতে, সিটি করপোরেশন এলাকায় করোনার ভ্যাকসিন গ্রহণ করেছেন ২৩ হাজার ১১২ জন। সদর উপজেলায় করোনার ভ্যাকসিন গ্রহণ করেছেন ২১ হাজার ৯৬০ জন। সোনারগাঁ উপজেলায় ৯৭৩৭, রূপগঞ্জ উপজেলায় ৮৭৩২, বন্দর উপজেলায় ৬৩৫৫ ও আড়াই হাজার উপজেলায় ৫৭৫১ জন ভ্যাকসিন গ্রহণ করেছেন।
উল্লেখ্য ৩ মার্চ পর্যন্ত নারায়ণগঞ্জ জেলায় ৭৬ হাজার ১৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এখনো পর্যন্ত ৮ হাজার ৯০৯ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। মৃত্যু হয়েছে ১৫৬ জনের। সুস্থ হয়েছেন ৮৬৮১ জন।