খানপুর হাসপাতালে করোনায় চিকিৎসকের মৃত্যু
সিটি করেসপন্ডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ১০:৩২ পিএম, ২ এপ্রিল ২০২১ শুক্রবার

টিম খোরশেদ প্রেরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২ এপ্রিল শুক্রবার আমাদের ১৬১ তম করোনা আক্রান্ত মৃতদেহ দাফন। মুন্সিগঞ্জের ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত, টঙ্গিবাড়ি থানার কৃতি সন্তান ডা. আরশাদ ইকবাল করোনা আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ কোভিড ডেডিকেটেড হাসপাতাল- খানপুরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তার পরিবারের আহবানে টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবকরা প্রথমে মাসদাইর কবরাস্তানে তার গোসল ও জানাযা শেষ করে তার গ্রামের বাড়ী মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ীতে পারিবারিক কবরাস্তানে দাফন সম্পূর্ণ করেছেন।
টিমে ছিলেন হাফেজ শিব্বির, হাফেজ রিয়াদ, আনোয়ার হোসেন, মো. শহীদ ও নাঈম মোল্লা।