মানসিক স্বাস্থ্য দিবস পালিত
সিটি করেসপন্ডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ১০:২৯ পিএম, ১০ অক্টোবর ২০২১ রবিবার

‘একটি অসম বিশ্বে মানসিক স্বাস্থ্য’ প্রতিপাদে র্যালী ও আলোচনার মধ্য দিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে নারায়ণগঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক মানসিক স্বাস্থ্য দিবস-২০২১।
রোববার (১০ অক্টোবর) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় দিবসটির উপর যৌথভাবে প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. সাখাওয়াত হোসেন ও মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান। সভায় সিভিল সার্জন কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।