তিনদিনের তারুণ্য নাট্য কর্মশালা
স্পেশাল করেসপনডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৭:৫০ পিএম, ৫ জানুয়ারি ২০১৯ শনিবার

অর্ধশতাধিক তরুণ তরুণীদের অংশগ্রহণে নারায়ণগঞ্জে তিন দিনব্যাপী নাট্য প্রযোজনা ভিত্তিক কর্মশালা শুরু হয়েছে। এ কর্মশালা আগামী ৭ জানুয়ারি বিকেল পর্যন্ত চলবে।
৫ জানুয়ারি শনিবার সকালে শহরের ডিআইটি এলাকায় অবস্থিত আলী আহম্মদ চুনকা পাঠাগার ও মিলনায়তনের দ্বিতীয় তলায় ওই কর্মশালার আয়োজন করেন দেশ নাটক। আর সার্বিক সহযোগিতায় ছিলেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল বলেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটভুক্ত সংগঠনগুলোর নাট্যকর্মীরা এতে অংশগ্রহণ করেন। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ প্রশিক্ষণ কর্মশালা। যারা রেজিস্ট্রেশন করছে তারাই প্রশিক্ষণ নিচ্ছে। আর প্রশিক্ষক হিসেবে আছেন বিশিষ্ট নাটকার ও নির্দেশ মাসুম রেজা ও ড. অসীম কুমার নট্ট।
তিনি আরো বলেন, শান্তি ও সম্প্রীতির নাট্যমেলা নাট্য প্রযোজনা ভিত্তিক এ কর্মশালা শেষে নারায়ণগঞ্জে নাট্য উৎসব হবে। এখানে অংশগ্রহণকারী নাট্যকর্মীদের প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হবে।