হ্যালো স্বজন আপনাকেই খুঁজছি

প্রেস বিজ্ঞপ্তি || নিউজ নারায়ণগঞ্জ ০৬:০৩ পিএম, ১৪ জানুয়ারি ২০১৯ সোমবার

হ্যালো স্বজন আপনাকেই খুঁজছি

আপনি কি মানুষের হিত চিন্তা করেন? মানুষের জন্য কিছু করতে চান? এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে চান? আপনি কি একজন সমাজকর্মী ? মানব সেবায় অংশ নিতে চান? আপনি কি সাহিত্য চর্চা করেন? কিংবা সংগীত?

উত্তর যদি হয় হ্যাঁ। তাহলে আপনাকেই খুঁজছি আমরা। আপনিই হতে পারেন আমাদের স্বজন, যুগান্তর স্বজন, অনুপ্রাস কবি, সাতসুর শিল্পী। আসুন ভাবের আদান প্রদানের মাধ্যমে পরষ্পরকে চিনি এবং জানি।

পরষ্পর সহযোগিতায় নিজেকে প্রকাশ ও বিকাশ মাধ্যম সৃষ্টি করি। আপনি উদার বলে আপনাকে নিয়ে কাজ করতে চাই। সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করতে চাই। সাহিত্য, সংগীত চর্চা ও সেবামূলক কার্যক্রম সমগ্র উপজেলায় ছড়িয়ে দিতে আপনার সম্পৃক্ততা এবং সহযোগিতা একান্ত কাম্য। এ লক্ষ্যে স্বজন খুঁজছি আমরা, যুগান্তর স্বজন সমাবেশ। আপনি যদি সমাজ সেবা এবং মানব সেবায় নিজকে নিয়োজিত রাখতে চান তাহলে যোগাযোগ করুন। ০১৯৭৭০৬৭৪৭১ ও ০১৯১২৪৭৯১৩৬।



নিউজ নারায়ণগঞ্জ এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আরো খবর
এই বিভাগের আরও