নারায়ণগঞ্জে ছোটদের অভিনয় কর্মশালা

সিটি করেসপন্ডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৫:২৭ পিএম, ১৯ জানুয়ারি ২০১৯ শনিবার

নারায়ণগঞ্জে ছোটদের অভিনয় কর্মশালা

নারায়ণগঞ্জে শুরু হচ্ছে ছোটদের জন্য অভিনয় কর্মশালা। ৬ মাস ব্যাপী এই অভিনয় কর্মশালার আয়োজন করেছে উঠান চারু নাট শিক্ষাঙ্গন। আগামী ২৪ জানুয়ারি থেকে এই কর্মশালা শুরু হবে।

উঠান চারু নাট শিক্ষাঙ্গনের কর্ণধার অভিনেতা ও পরিচালক শোয়েব মনির জানান, শিশুদের উপযোগী এই অভিনয় কর্মশালায় অভিনয়ের নানা কলাকৌশল শেখানো হবে। শব্দের সঠিক উচ্চারণ ও ব্যবহার, শরীরী ছন্দ, থিয়েটার গেমস ইত্যাদির মাধ্যমে অভিনয় রপ্ত করানো হবে। এই কর্মশালায় অংশগ্রহণকারী যারা ভালো করবে তাদের পরবর্তীতে মিডিয়ায় কাজ করার সুযোগ দেয়া হবে।

৬ থেকে ১২ বছর বয়সী যে কোন শিশু এই কর্মশালায় অংশগ্রহণ করতে পারবে। কর্মশালায় ভর্তি ফি ১ হাজার টাকা এবং মাসিক বেতন ৬০০ টাকা। কর্মশালা শেষে উত্তীর্ণদের সার্টিফিকেট প্রদান করা হবে।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন অভিনেত্রী ও পরিচালক জয়িতা মহলানবীশ ও শোয়েব মনির নিজে।



নিউজ নারায়ণগঞ্জ এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আরো খবর
এই বিভাগের আরও