ছোটগল্পের বই ‘পচা গোলাপ’
স্পেশাল করেসপনডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৬:১১ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে কবি ও শিশুসাহিত্যিক জাহিদ কাজীর ছোটগল্পের বই ‘পচা গোলাপ’। পচা গোলাপে প্রেম-ভালোবাসা, দহন-ক্ষরণ, সমাজের অসঙ্গতির পাশাপাশি সমসাময়িক বিষয় যেমন উঠে এসেছে তেমনি কল্পনা-বাস্তবতার মিশেলে গল্পগুলো হয়ে উঠেছে উপজীব্য।
৯টি ছোটগল্প নিয়ে রচিত বইটি প্রকাশ করেছে সময়ের অন্যতম জনপ্রিয় প্রকাশনা প্রতিষ্ঠান প্রিয়মুখ। কথাসাহিত্যিক আহমেদ ফারুক এটি প্রকাশ করেছেন। প্রচ্ছদ করেছেন আলমগীর জুয়েল।
৪৮ পৃষ্ঠার এ বইটির মূল্য রাখা হয়েছে মাত্র একশ টাকা। পাওয়া যাবে প্রিয়মুখের ১৭৬-১৭৭ নম্বর স্টলে।