ছবিতে নারী সহ সোনারগাঁও যাদুঘরের সাবেক পরিচালক রবীন্দ্র গোপ
স্পেশাল করেসপনডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৩:১৭ পিএম, ১৩ জুন ২০১৯ বৃহস্পতিবার

অসামাজিক কার্যকলাপের অভিযোগে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সাবেক পরিচালক রবীন্দ্র গোপকে নারী সহ আটক করা হয়েছে। ১৩ জুন বৃহস্পতিবার দুপুরে যাদুঘরের ভিতরে ডাক বাংলো থেকে স্থানীয় এলাকাবাসী তাকে আটক করে।
এই ঘটনায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তার বিরুদ্ধে এর আগেও অসামাজিক কার্যকলাপের অভিযোগ ছিল। তিনি অফিসের পিছনেই একটি বেডরুম তৈরি করে সেখানে নারী নিয়ে এসে অসামাজিক কার্যপলাপ করতেন বলে অভিযোগ রয়েছে।
গত ১৭ মে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক রবীন্দ্র গোপের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হয়। এদিন থেকে অতিরিক্ত পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) হিসেেেব দায়িত্ব পালন করছিলেন মোঃ খোরশেদ আলম। পরবর্তীতে গত ৩ জুন বিসিএস প্রশাসনের উপপরিচালক ড.আহমদ উল্লাহ প্রেষনে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক পদে দায়িত্ব পেয়েছেন।
এর আগে দায়িত্বে থাকা রবীন্দ্র গোপ গত ১০ বছর আগে যাদুঘরে চুক্তিভিত্তিক নিয়োগ পান। এর পর কয়েক দফায় চুক্তি নবায়ণ করে তিনি ১০ বছর পার করে দেন। তার মেয়াদ শেষ হয়ে গেলেও তিনি এখনো সরকারী বাংলোতে বসবাস করতেন বলে অভিযোগ রয়েছে।