নভেম্বরে বন্দর থানায় ৩৯ মামলা

গত নভেম্বরে বন্দর থানায় গত নভেম্বর মাসে বিভিন্ন অপরাধে মামলা রুজু হয়েছে মোট ৩৯টি।
এর মধ্যে মাদক মামলা ৯টি, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে ৫টি, দস্যুতা মামলা ১টি, চুরি মামলা ২টি ও অন্যান্য মামলা হয়েছে আরো ২২টি।
বন্দর থানায় রুজুকৃত ৯টি মাদক মামলায় ৯জনকে আদালতে প্রেরন করা হয়েছে। গ্রেফতার হয়েছে ৩৭জন। ৯টি মাদক মামলায় পুলিশ ১৫০ গ্রাম গাঁজা, ৫১পিছ ইয়াবা, ৭৫২বোতল জিনসিন ও ২০ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে।
এছাড়াও গত নভেম্বরে জিআর মামলার ৩১, সিআর মামলার ১৬ ও সাজাপ্রাপ্ত ৪জন ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
বন্দর থানা ওসি ফকরুদ্দিন ভূইয়া জানান, বন্দর থানায় গত নভেম্বর মাসে কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে রয়েছে। একটি সুশৃঙ্খল বন্দর নগরী গড়তে আমি চেষ্টা করে যাচ্ছি। এজন্য আমি জনপ্রতিনিধি,রাজনৈতিকবিদ ও গনমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করছি।