রূপগঞ্জে চোরাই তেলসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পিকআপভ্যানে তল্লাশি চালিয়ে ১ হাজার ২৬০ লিটার চোরাই ডিজেলসহ তেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব- ১১ এর সদস্যরা। ৮ এপ্রিল বৃহস্পতিবার সকালে উপজেলার তারাব পৌরসভার টাটকী এলাকা থেকে তাদেন গ্রেপ্তার করা হয়। র্যাব-১১ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টারদিকে র্যাব ১১ এর একটি দল ঢাকা-সিলেট মহাসড়কে টাটকি এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান আটক করে। এসময় পিকআপভ্যানে তল্লাশি চালিয়ে ৯টি ড্রামভর্তি ১ হাজার ২৬০ লিটার চোরাই ডিজেলসহ আব্দুল ইমাম ভূঁইয়া (৩৩) ও মোঃ মনির হোসেন (২২) নামে তেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে।
কিছু অসাধু ড্রাইভার ও হেলপার নাম মাত্র মূল্যে তেলভর্তি লরী থেকে তেল চুরি করে এই সিন্ডিকেটের কাছে বিক্রি করে। চোরাই চক্র এই তেলের সাথে ভেজাল তেল মিশিয়ে বিভিন্ন ক্ষুদ্র তেল ব্যবসায়ীদের কাছে বিক্রি করে থাকে বলে জনা যায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে।