সিদ্ধিরগঞ্জে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশিত: ১০:৫৩ পিএম, ০৯ অক্টোবর ২০২১, শনিবার
সিদ্ধিরগঞ্জে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলো রফিক মিয়া (৩৫) ও তাহের মিয়া (৪৪)। এ সময় আসামীদের হেফাজত হতে ১০ কেজি গাঁজাসহ ৯৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

৮ অক্টোবর র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল রাত পৌনে ১১টায় ওই অভিযান চালায়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য লিখুন:
newsnarayanganj-video
আজকের সবখবর