নকল পন্য প্রস্তুতে জরিমানা ১ লাখ ৪০ হাজার
সিটি করেসপন্ডেন্ট |
প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২১, মঙ্গলবার

বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
১৬ ফেব্রুয়ারী মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় নকল পণ্য প্রস্তুত করা এবং পণ্যের গায়ে পণ্যের মূল্য না থাকায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা শহিদনগর এলাকায় খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান দি বেষ্ট রিয়েল ফুড প্রোডাক্টসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে ফরিয়া ট্রেডিংকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে সহযোগিতায় ছিলেন বাজার কার্মকর্তার প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম।
আপনার মন্তব্য লিখুন: