সেলিম ওসমানের সময়ে নারায়ণগঞ্জ কলেজ আধুনিকায়তন

বুধবার ৩০ জুন রাতে নারায়ণগঞ্জ কলেজের নবগঠিত গভর্নিং বডির সদস্যবৃন্দ নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম সেলিম ওসমানের সাথে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি ভবনে সৌজন্যে সাক্ষাত করেন। গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ হাতেম এর নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা সেলিম ওসমানকে কলেজের পক্ষে হতে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
গভর্নিং বডির সদস্যগন বিগত সাড়ে চার বছরে জাতীয় সংসদ সদস্যের সভাপতিত্বে কলেজের ব্যাপক উন্নয়ন কাজ ত্বরান্বিত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে তাঁর কার্যকালে কলেজের অর্থায়নে ৭ তলা বিশিষ্ট শেখ কামাল ভবন এবং তাঁর সুপারিশে সরকারি অর্থায়নে ৪ তলা বিশিষ্ট অনার্স ভবন নির্মিত হয়েছে। তাঁরই কার্যকালে নারায়ণগঞ্জ কলেজ সিইডিপি’র ৮ কোটি টাকার প্রকল্পভুক্ত হয়েছে। ইতোমধ্যে প্রকল্পের আওতায় প্রায় ১ কোটি টাকা ব্যয়ে একাডেমিক ভবন সংস্কার কাজ সমাপ্তির পথে। এছাড়াও প্রকল্পের আওতায় ৯৪টি এসি ও ১০০ ডেস্কটপ কলেজে সংযোজিত হয়েছে। আগামী ২০২১-২০২২ অর্থ বছরে আরও ১০০ ল্যাপটপ, কলেজ গ্রন্থাগার ই-লাইব্রেরীর মাধ্যমে ব্যাপক উন্নয়ন কার্যক্রম হতে যাচ্ছে।
সেলিম ওসমান এমপি কলেজের উন্নয়ন অব্যাহত রাখার ক্ষেত্রে সব রকম সহযোগিতার আশ্বাস দেন।
কলেজের নবগঠিত হিতৈষী সদস্য এ এম মোস্তফা কামাল, বিদ্যোৎসাহী সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এবং বিকেএমইএ’র পরিচালক শাহাদাত হোসেন সাজনু, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালক ফারুক বিন ইউসুফ পাপ্পু, নারায়ণগঞ্জ বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল. অভিভাবক প্রতিনিধি সদস্য আমিনুর রহমান সেন্টু ও এ কে এম কামরুজ্জামান, শিক্ষক প্রতিনিধি সদস্য ফারুক আহাম্মদ, রওশন সুলতানা ও আকলিমা আক্তার, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ফজলুল হক রুমন রেজা এ সময় উপস্থিত ছিলেন।