স্কুল ছাত্রী আত্মহত্যা প্ররোচনায় সজীব গ্রেপ্তার

বন্দরে স্কুল ছাত্রী সামিয়া আক্তার স্বপ্না আত্মহত্যার প্ররোচনা মামলার এজাহারভুক্ত ৪নং আসামী সজিবকে (৩২) আটক করে গনপিটুনী দিয়ে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। ১৩ জুলাই মঙ্গলবার রাতে স্থানীয় জনতা বন্দর থানার মদনগঞ্জ সৈয়ালবাড়ি ঘাট এলাকা থেকে আটক করে পুলিশে সোপর্দ করে। সজিব বন্দর থানার মদনগঞ্জ সৈয়ালবাড়ী ঘাট এলাকার মৃত সিরাজুল মিয়ার ছেলে।
বন্দর থানার মদনগঞ্জ শান্তিনগর এলাকার সালাউদ্দিন ওরফে ছাউল্লা সরদারের ছেলে ডিস দুলাল মিয়ার একাধিক স্ত্রী থাকা সত্ত্বেও গত ৩ মাস পূর্বে মদনগঞ্জ নয়াপাড়া এলাকার মৃত নাসির উদ্দিন মিয়ার মেয়ে সামিয়া আক্তার স্বপ্না সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। এ ঘটনায় ডিস দুলালের ৩য় স্ত্রী মনিকা বেগম স্বামীর পরকিয়া বিষয়টি জানতে পেরে গত সোমবার বিকেলে প্রেমিকা স্কুল ছাত্রী সামিয়ার বাড়িতে এসে স্কুল ছাত্রীকে গাল মন্দ করে চড় থাপ্পর দেয়। এ ঘটনায় স্কুল ছাত্রী অভিমান করে নিজ ঘরের ফ্যাানের সাথে ওড়না পেচিয়ে গলায় জাঁস লাগিয়ো আত্মহত্যা করে।
আত্মহননকারি স্কুল ছাত্রী বড় ভাই আরাফাত হোসেন রকি বাদী হয়ে ঘটনার ওই দিন রাতে ৪ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় আত্মহত্যার প্ররোচনায় মামলা দায়ের করে।