বন্দরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের চেষ্টা

নারায়ণগঞ্জের বন্দরে ১২ বছরের শিশুকে বলাৎকারের চেষ্টার অভিযোগে সাইফুল্লাহ (৩৫) নামে মাদ্রাসা শিক্ষককে পুলিশে সোপর্দ করেছে জনতা। ১৬ জুলাই শুক্রবার বিকেলে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের দীঘলদী গ্রামে এ ঘটনাটি ঘটে। ধৃত সাইফুল্লাহ সুদূর নীলফামারী জেলার সৈয়দপুর থানার বিহারী পাড়া গ্রামের মোঃ আজিজুল্লাহর ছেলে।
স্থানীয়রা জানায়, নারায়ণগঞ্জ শহরতলীর কাশিপুর এলাকার এক শিশু বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের দীঘলদীস্থ মাদ্রাসাতুল মদিনায় অধ্যয়নরত ছিল। শুক্রবার শিক্ষক সাইফুল্লাহ ছাত্রদের পড়ানোর ফাঁকে শিশু শিক্ষার্থীকে তার শয়নকক্ষে ডেকে নেয়। সেখানে নেয়ার পর সাইফুল্লাহ তাকে কোলে নিয়ে বেশ কয়েকবার চুমো খায়। শিক্ষকের এহেন আচরণের এক পর্যায়ে শিশুটি প্রকৃতির ডাকে সাড়া দেয়ার কথা বলে গিয়ে জোরে জোরে চিৎকার করলে আশ পাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। এ সময় এলাকাবাসী শিশুটির মুখে বিস্তারিত শুনে লম্পট শিক্ষকের তালা মেরে দেয়। পরে খবর পেয়ে স্থানীয় আওয়ামীলীগ নেতা আক্তার হোসেন ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ওই শিক্ষককে পুলিশের হাতে তুলে দেন।