প্রাক্তন শিক্ষার্থীদের খাদ্য সহায়তা

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের (এসএসসি ২০০৩ ব্যাচ) উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৮ আগস্ট শনিবার সকাল ১০ টায় স্কুল প্রাঙ্গণে দুই শতাধিক অসহায় ও দুস্থ নারী-পুরুষদের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জহিরুল হক, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক, সিনিয়র শিক্ষক মোঃ ইসমাইল মিঞা, মোঃ জাকির হোসেন সিকদার, আবুল কালাম আজাদ ও অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ রুহুল আমিন প্রমুখ।
কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ২০০৩ ব্যাচ`র মোঃ সজিব প্রধান, মোঃ রুবেল হোসেন, নুসরাত ইসলাম অরিন, মোঃ জুয়েল, মোঃ নিপুন খান, মহিমা মহিন, আফরোজা, জুথি, মোঃ নাসির, মোঃ আল আমিন, রুহুল আমিন, বাহাউদ্দীন ও প্রাক্তন শিক্ষার্থী বর্তমানে মাধবদী থানায় সহকারী উপ পরিদর্শক মোঃ রাসেল শিক্ষার্থী প্রমুখ।
বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো, চাল, ডাল, আলু, পেয়াজ, তৈল, লবন, সাবান ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাক্স।