প্রত্যেকের হাতে শাসনের চাবুক রাখবেন


সিটি করেসপন্ডেন্ট | প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ০৫ অক্টোবর ২০২১, মঙ্গলবার
প্রত্যেকের হাতে শাসনের চাবুক রাখবেন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল ১০টায় সিদ্ধিরগঞ্জ প্রধান সড়কে অবস্থিত স্কুল ক্যাম্পাসে শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান আলোচক ছিলেন এম.এ. হাসেম ইয়াতুন্নেসা ফাউন্ডেশনের এডুকেশন ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।

স্কুল কমিটির উপদেষ্টা মো: আলী আকবর খান এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক মো: মিজানুর রহমান। আরো উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য শিশির ঘোষ অমর।

গিয়াসউদ্দিন অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, প্রচলিত শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হওয়া যায় কিন্তু জ্ঞান অর্জন করা যায় না। চরিত্রবাণ মানুষ হওয়া যায় না। অভিভাবকদের চাহিদা সন্তান যেন ভালো মানুষ হয়। যা একমাত্র ধর্মীয় অনুভূতিতে ইহকাল ও পরকালের শিক্ষায় পাওয়া যায়। আর সেই শিক্ষা ব্যবস্থা আমরা চালু করেছি। জ্ঞান-বিজ্ঞান ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করছি। এতে আমরা সকলের সহযোগীতা চাই।

তিনি আরো বলেন, আদর-সোহাগ যত পারেন দিবেন, পিতা-মাতার এটা দায়িত্ব-কর্তব্য। প্রত্যেকের হাতে শাসনের একটি চাবুক রাখবেন। শাসনের চাবুক যেই পরিবারে নাই, ওই পরিবারের সন্তান কোনদিন ভালো হতে পারেনা। এই বয়সে বাচ্চারা যা ইচ্ছা তাই করবে, এটা আপনি হতে দিতে পারেন না।

আলোচনা শেষে উপস্থিত অভিভাবকদের প্রশ্নের উত্তর প্রদান করেন মুহাম্মদ গিয়াসউদ্দিন।

আপনার মন্তব্য লিখুন:
newsnarayanganj-video
আজকের সবখবর