মাসদাইরে দুই ছাত্রকে বলাৎকারে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার


সিটি করেসপন্ডেন্ট | প্রকাশিত: ০৯:২৩ পিএম, ১১ অক্টোবর ২০২১, সোমবার
মাসদাইরে দুই ছাত্রকে বলাৎকারে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

নারায়ণগঞ্জে মাদরাসার দুই ছাত্র বলাৎকারের শিকার হয়েছেন। এ অভিযোগে মামলার পর অভিযুক্ত শিক্ষককে সোমবার ১১ অক্টোবর গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত শিক্ষকের নাম জাহিদুল ইসলাম।

মামলার বরাত দিয়ে ওসি রকিবুজ্জামান জানান, মাসদাইর বাড়ৈভোগ এলাকার বাইতুল কোরআন হাফিজিয়া মাদরাসায় দশ ও নয় বছরের দুই শিশু পড়ালেখা করে। তাদের দু’জনকে দিয়ে প্রায়ই নিজের কক্ষে ডেকে নিয়ে হাত-পা টিপাতেন মাদরাসার তত্ত্বাবধায়ক জাহিদুল ইসলাম। গত ৯ সেপ্টেম্বর তাদের একজনকে ডেকে নিয়ে বলাৎকার করে জাহিদুল ইসলাম। গত বুধবার তাদের আরও একজনকে একাধিকবার বলাৎকার করা হয়। বিষয়টি দুই ছাত্রের পরিবারে জানাজানি হলে থানায় একটি মামলা হয়। পরবর্তীতে সোমবার ভোরে অভিযুক্ত জাহিদুল ইসলামকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।

আপনার মন্তব্য লিখুন:
newsnarayanganj-video
আজকের সবখবর