স্কুল জীবনে ফিরে যায়
ফতুল্লা করেসপনডেন্ট |
প্রকাশিত: ১০:৩৮ পিএম, ১৬ অক্টোবর ২০২১, শনিবার

জমকালো আয়োজনের মধ্য দিয়ে ৩০ বছর পূর্তি উদযাপন করেছে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯১ ব্যাচ। ১৫ অক্টোবর শুক্রবার সকাল ৯টায় রকমারি ভর্তা এবং খুদের বউয়া`র সমন্বয়ে নাস্তা পর্ব দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়ে রাত ৮ টার দিকে পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে এর সমাপ্তি ঘটে।
সকালে নাস্তার পর্ব শেষে কোরআন থেকে তেলোয়াত ও পৃথিবী থেকে শেষ বিদায় নেয়া শিক্ষক ও সহপাঠীদের আত্মার মাগফিরাত কামনা সহ জীবিত সকল শিক্ষক ও সহপাঠীদের মৃত্যুর পূর্ব মূহুর্ত পর্যন্ত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এর পর দুপুরের লাঞ্চ বিরতি ছাড়া দিনভর চলে বিভিন্ন ধরনের খেলাধুলা ও আনন্দ উল্লাস। দিন শেষে বাদ মাগরিব অনুষ্ঠিত হয় সঙ্গীতানুষ্ঠান। এতে গান পরিবেশেন করেন সহপাঠী কাউসার ও পারভেজ। পরিশেষে খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আপনার মন্তব্য লিখুন: