সুপারম্যান


মফিজুল ইসলাম, পিপিএম | প্রকাশিত: ০৩:০২ পিএম, ৩০ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার
সুপারম্যান

তোমরা যদি দেখতে চাও সত্যিকারের সুপারম্যান
নারায়নগঞ্জের খোরশেদ ভাই এই সময়ের সুপার হিউম্যান।

সবাই যখন মৃত্যুর ভয়ে থাকে ঘরে ঘরে,
মৃত্যুর খবর শুনে তিনি ছুটে যান দৌড়ে।

করোনার ভয়ে লাশের কাছে যায় না আপনজন,
খোরশেদ ভাই ছুটে যায় সুপারম্যানের মতন।

একে একে কত লাশের দিয়েছেন তিনি দাফন
হিন্দুদের লাশ চিতায় পুড়িয়ে প্রমান করলেন তিনি সাচ্চা মুসলমান।

এদেশের মানুষ সচেতন হয়ে বানিয়েছে বৃদ্ধাশ্রম,
করোনা এসে প্রমান করলো মানুষের পণ্ডশ্রম।

পঞ্চাশ উর্ধ্ব বয়স নিয়ে দেখালেন যে মানবতা,
সুপারম্যানের নামটি যেন লিখা থাকে ইতিহাসের পাতায়।

আপনার মন্তব্য লিখুন:
newsnarayanganj-video
আজকের সবখবর